ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই আন্দোলনের মামলায় কারাগারে থাকা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল আগামী ১২ জানুয়ারি তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ এ আদেশ দেন, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে। জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে শাহরিয়ার কবিরকে আটক করা হয়। এরপর আন্দোলনের সময়ের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির পাশাপাশি শিশুসাহিত্যিক হিসেবেও পরিচিত। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন এবং ২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ২০ আগস্ট হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

জনপ্রিয় সংবাদ

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট সময় ০৬:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই আন্দোলনের মামলায় কারাগারে থাকা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল আগামী ১২ জানুয়ারি তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ এ আদেশ দেন, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে। জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে শাহরিয়ার কবিরকে আটক করা হয়। এরপর আন্দোলনের সময়ের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির পাশাপাশি শিশুসাহিত্যিক হিসেবেও পরিচিত। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন এবং ২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ২০ আগস্ট হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।