ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কনটেন্ট শুট করতে গিয়ে অগ্নিদগ্ধ আল-আমিন, বারডেমে মৃত্যুশয্যায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৯৯৫ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক ও বিভিন্ন ধরণের বাস্তব–অবাস্তব কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল-আমিন (৪০) এবার কনটেন্ট তৈরি করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুশয্যায় লড়ছেন।

গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলা মোড় সংলগ্ন এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে নতুন কনটেন্ট শুট করছিলেন আল-আমিন। পরিকল্পনা ছিল—চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসল করবেন, আর সেটিই ভিডিওর মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে।

কিন্তু চৌবাচ্চায় অতিরিক্ত পেট্রোল ঢেলে ফেলায় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায় আগুনের শিখা। মুহূর্তেই বড় আগুনে ঘিরে যান আল-আমিন এবং তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়।

ঘটনার পর সহকারীরা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

সহকারী সূত্রে জানা গেছে, আল-আমিনের শরীরের ৩৫–৪০ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা এখনো সংকটজনক

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

কনটেন্ট শুট করতে গিয়ে অগ্নিদগ্ধ আল-আমিন, বারডেমে মৃত্যুশয্যায়

আপডেট সময় ১২:৪৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক ও বিভিন্ন ধরণের বাস্তব–অবাস্তব কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল-আমিন (৪০) এবার কনটেন্ট তৈরি করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুশয্যায় লড়ছেন।

গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলা মোড় সংলগ্ন এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে নতুন কনটেন্ট শুট করছিলেন আল-আমিন। পরিকল্পনা ছিল—চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসল করবেন, আর সেটিই ভিডিওর মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে।

কিন্তু চৌবাচ্চায় অতিরিক্ত পেট্রোল ঢেলে ফেলায় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায় আগুনের শিখা। মুহূর্তেই বড় আগুনে ঘিরে যান আল-আমিন এবং তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়।

ঘটনার পর সহকারীরা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

সহকারী সূত্রে জানা গেছে, আল-আমিনের শরীরের ৩৫–৪০ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা এখনো সংকটজনক