নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার নন। তবে তিনি আবেদন করলে এবং কমিশন অনুমোদন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া ও প্রার্থী হওয়া—দুটোই সম্ভব।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য জানান।
তারেক রহমান ভোটার হয়েছেন কি না—এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, “আমার জানা মতে, না।”
সাংবাদিকরা জানতে চান—তাহলে তিনি নির্বাচন করতে পারবেন কি না? জবাবে সচিব বলেন,
“করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”
কমিশন কোন আইনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আইনে আছে… আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা একটু দেখে নেবেন, আমার মুখস্থ নেই।”




















