প্রতিষ্ঠিত হয়ে গেছে! অজস্র আঘাত আর ক্ষত নিয়ে মুখ বুজে নীরবেই চলে গেছ! প্রতিউত্তর টুকুও করোনি! তোমার অনন্য সবরের প্রতিদানে আরশের রব তোমার দো-জাহানের সমস্ত হাজত মাকসাদ পূরণ করে দিন।আজ আমি তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার আমার কোনো ভাষা নেই!
শুধু এটুকুই দু’আ যে, এতকিছুর পরেও আমাকে তুমি যেভাবে খুশি করেছো আল-ওয়াদুদ শতগুণ উত্তমরূপে তোমাকে তার দিদার দিয়ে রোজ হাশরে খুশি করে দিন!
তোমার রিসেন্ট লেকচারটা শুনেছি।
হ্যাঁ, আমি তোমার জন্য যায়েদ (রাঃ) হতে পারিনি। তবে আমি জীবন দিয়ে রবের সন্তুষ্টির তরে, দ্বীনের পথে তোমার জন্য নিজেকে প্রমাণ করবই ইনশাআল্লাহ!
আর কিছুই বলার নেই।
আল্লাহ চান তো অচিরেই প্রতিটি অযাচিত বিষয় পুরো দুনিয়ার সামনে দীপ্তমান হবে ইনশাআল্লাহ!
ألَيْسَ الصُّبْحُ بِقَرِيْب
আজ শুধুই-
‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন’
তিনিই সেই রব যিনি মৃত থেকে জীবিত করেন।
তিনিই সেই রব যিনি ধ্বংস থেকেও নতুন করে সৃষ্টি করেন।
তিনিই সেই রব যিনি অসম্মানের সূরতেও সম্মানিত করেন।
তিনিই সেই রব যিনি পরাজয়ের ভেতর থেকেও জয় বের করে আনেন।
তিনিই সেই রব যিনি হতাশ হওয়ার পরও রহমত দ্বারা সিক্ত করে দেন।
সবার কাছেই আমরা দু’আর মুহতাজ!




















