ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে শোবিজ অঙ্গন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও তার প্রাণীপ্রেমের পরিচয় দিয়েছেন পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে। শুধু জয়া নন, দেশের শোবিজ অঙ্গনের বহু তারকাই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, সপ্তাহখানেক আগে ঈশ্বরদী উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার এলাকায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটির অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন—ছানাগুলোকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে মৃত ছানাগুলোর লাশ উদ্ধার করা হলে সেগুলোর পাশে বসে আর্তনাদ করতে থাকে মা কুকুরটি। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার পর জয়া আহসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”

অভিনেতা নিলয় আলমগীরও ব্যথা প্রকাশ করে লিখেছেন, বস্তার ভেতর বাচ্চাগুলোর বাঁচার জন্য কতটা চেষ্টা, কতটা কষ্ট – তা কল্পনা করলেই গা শিউরে ওঠে। তিনি খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

অভিনেত্রী সাবিলা নূর একটি হৃদয়বিদারক ছবি শেয়ার করে লিখেছেন, “এই নিষ্ঠুরতার বিচার অবশ্যই করতে হবে।” তানিয়া বৃষ্টি, তৌসিফ মাহবুবসহ আরও অনেকে একই দাবি তুলেছেন।

ঘটনার নিন্দায় সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

এনসিপির নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ

ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে শোবিজ অঙ্গন

আপডেট সময় ১২:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও তার প্রাণীপ্রেমের পরিচয় দিয়েছেন পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে। শুধু জয়া নন, দেশের শোবিজ অঙ্গনের বহু তারকাই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, সপ্তাহখানেক আগে ঈশ্বরদী উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার এলাকায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটির অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন—ছানাগুলোকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে মৃত ছানাগুলোর লাশ উদ্ধার করা হলে সেগুলোর পাশে বসে আর্তনাদ করতে থাকে মা কুকুরটি। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার পর জয়া আহসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”

অভিনেতা নিলয় আলমগীরও ব্যথা প্রকাশ করে লিখেছেন, বস্তার ভেতর বাচ্চাগুলোর বাঁচার জন্য কতটা চেষ্টা, কতটা কষ্ট – তা কল্পনা করলেই গা শিউরে ওঠে। তিনি খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

অভিনেত্রী সাবিলা নূর একটি হৃদয়বিদারক ছবি শেয়ার করে লিখেছেন, “এই নিষ্ঠুরতার বিচার অবশ্যই করতে হবে।” তানিয়া বৃষ্টি, তৌসিফ মাহবুবসহ আরও অনেকে একই দাবি তুলেছেন।

ঘটনার নিন্দায় সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।