ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতা জীবন দিয়েছে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে শুধু ক্ষমতা বদলের জন্য নয়। যারা বিদেশিদের তাঁবেদারি-প্রভুত্ব কায়েম করেছিল, তাদের উৎখাতের মাধ্যমে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য মানুষ লড়াই করেছে। যারা দেশকে ভালোবাসে তারা রাজপথে নেমে এসেছে। ইসলামের পক্ষে ও মানবতার পক্ষের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবে।

বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

চরমোনাই পীর বলেন, ক্ষমতাপ্রেমিরা বারবার ক্ষমতায় গেছে। তারা আর ধোঁকা দিতে পারবে না। বাংলাদেশ হবে ইসলামের দেশ। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায়ের পর আমরা স্বপ্ন দেখেছিলাম, সংস্কারের মাধ্যমে দেশের দুর্নীতি রোধ হবে। কিন্তু দেশের সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের ব্যবস্থা না করেই একশ্রেণীর লোভীরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে। আবু সাঈদ দুইহাত প্রসারিত করে দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছেন চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। দেশের টাকা বাইরে পাচারের জন্য নয়। জনগণ এবারে ক্ষমতালোভীদের ‘না’ বলে দেশ থেকে তাদের উৎখাত করবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। আরেকটা যুদ্ধ বাকি আছে, ইসলাম কায়েম করার যুদ্ধ। মানুষের কল্যাণের জন্য আমাদের রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। আমরা আট দল ঘোষণা দিচ্ছি দুনিয়ারও কল্যাণ করতে চাই-আখিরাতেও কল্যাণ করতে চাই। আখিরাতের কল্যাণের জন্য আবু সাঈদ-মুগ্ধদের মতো জীবন বিলিয়ে দিতে হবে। আমরা আল্লাহর আইন চালু করতে জীবন দিতে প্রস্তুত আছি।

পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, আমরা সরকারকে বলেছি, যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া দরকার। সংস্কার করতে হবে-খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। অতীতে ভোটের বাক্সগুলো চুরি-ডাকাতি হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সংগঠক মুফতি মাহমুদুল হাসান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

ছাত্র-জনতা জীবন দিয়েছে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য: চরমোনাই পীর

আপডেট সময় ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে শুধু ক্ষমতা বদলের জন্য নয়। যারা বিদেশিদের তাঁবেদারি-প্রভুত্ব কায়েম করেছিল, তাদের উৎখাতের মাধ্যমে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য মানুষ লড়াই করেছে। যারা দেশকে ভালোবাসে তারা রাজপথে নেমে এসেছে। ইসলামের পক্ষে ও মানবতার পক্ষের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবে।

বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

চরমোনাই পীর বলেন, ক্ষমতাপ্রেমিরা বারবার ক্ষমতায় গেছে। তারা আর ধোঁকা দিতে পারবে না। বাংলাদেশ হবে ইসলামের দেশ। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায়ের পর আমরা স্বপ্ন দেখেছিলাম, সংস্কারের মাধ্যমে দেশের দুর্নীতি রোধ হবে। কিন্তু দেশের সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের ব্যবস্থা না করেই একশ্রেণীর লোভীরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে। আবু সাঈদ দুইহাত প্রসারিত করে দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছেন চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। দেশের টাকা বাইরে পাচারের জন্য নয়। জনগণ এবারে ক্ষমতালোভীদের ‘না’ বলে দেশ থেকে তাদের উৎখাত করবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। আরেকটা যুদ্ধ বাকি আছে, ইসলাম কায়েম করার যুদ্ধ। মানুষের কল্যাণের জন্য আমাদের রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। আমরা আট দল ঘোষণা দিচ্ছি দুনিয়ারও কল্যাণ করতে চাই-আখিরাতেও কল্যাণ করতে চাই। আখিরাতের কল্যাণের জন্য আবু সাঈদ-মুগ্ধদের মতো জীবন বিলিয়ে দিতে হবে। আমরা আল্লাহর আইন চালু করতে জীবন দিতে প্রস্তুত আছি।

পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, আমরা সরকারকে বলেছি, যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া দরকার। সংস্কার করতে হবে-খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। অতীতে ভোটের বাক্সগুলো চুরি-ডাকাতি হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সংগঠক মুফতি মাহমুদুল হাসান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।