বড় কোনো ধরণের বা বিপর্যয়কর সংকট তৈরি না হলে সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত—এমন মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ায় জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে রিজভী স্থানীয় সরদারপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। নামাজ শেষে সাংবাদিকরা নির্বাচন, খালেদা জিয়ার অবস্থা ও তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি দলের অবস্থান তুলে ধরেন।
খালেদা জিয়ার বিদেশযাওয়া ও তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করতে পারে কি না—এমন প্রশ্নে রিজভী বলেন,
“এ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তিই আমাদের মুখ্য। বড় কোনো বিপর্যয়কর সংকট তৈরি না হলে সরকার যে সময় নির্ধারণ করেছে—রমজানের আগেই নির্বাচন—বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা এখনো অত্যন্ত দৃঢ় অবস্থানে আছি।”
তিনি অভিযোগ করে বলেন,
“ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতনই খালেদা জিয়াকে দমাতে পারেনি। জেল-নির্যাতন, মিথ্যা মামলা, নিপীড়ন—সব কিছুর পরও তিনি জনগণের পক্ষেই থেকেছেন। আজ তার সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষের দোয়া চলছে, আন্তর্জাতিক মহল থেকেও বার্তা আসছে।”
রিজভীর ভাষায়,
“আজ যেন সারা দেশের আকাশ-বাতাস কাঁদছে। নদীর স্রোতেও মানুষের আকুতির সুর শোনা যাচ্ছে। মানুষের দোয়া—আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন।”
তারেক রহমান দেশে ফিরবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন,
“মা গুরুতর অসুস্থ—এ অবস্থায় তিনি অন্য কিছু ভাববেন কেন? তিনি গণমানুষের নেতা। যখন মনে করবেন সময় উপযুক্ত—তখনই দেশে ফিরবেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
শেষে রিজভী পুনর্ব্যক্ত করেন যে বড় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক সংকট তৈরি না হলে বিএনপি রমজানের আগেই ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনে অংশ নেবে। মাঠপর্যায়ে দলের সব প্রস্তুতি সম্পন্ন বলেও তিনি দাবি করেন।
রিজভীর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদল সভাপতি হাসান জোবায়ের হিমেলসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
























