ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই, চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো বিশেষ দলের নয়, বরং ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ—এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানে আট দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে, অবিচার-নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগ ‘নিজেদের উন্নয়ন’ করলেও জনগণের স্বস্তি ছিল না। রাস্তাঘাটে নিম্নমানের কাজ, রাষ্ট্রীয় অর্থ লুটপাট, সিঙ্গাপুরে ব্যবসা করা—এসবের মাধ্যমেই তারা নিজেদের সমৃদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা এবং সাম্প্রতিক গণআন্দোলনে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার অভিযোগ এনে তিনি বলেন, “আওয়ামী লীগ রক্তাক্ত হাতেই ক্ষমতায় এসেছিল এবং রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতন হলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত নয়। একটি গোষ্ঠী এখনো চাঁদাবাজি-দুর্নীতিতে জনগণকে জিম্মি করে রেখেছে। আন্দোলনরত আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হলে রাজপথের আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন হবে বলে হুঁশিয়ার করেন ডা. শফিক।

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। আট দল তাদের পাঁচ দফা দাবি—জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, আওয়ামী লীগের গণহত্যা-দুর্নীতির বিচার এবং আওয়ামী লীগ ও তার সহযোগী জোটের কার্যক্রম নিষিদ্ধ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সমাবেশ করছে।

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর থেকে শহীদ হাদির লাশ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন

“কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই, চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

আপডেট সময় ০৯:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো বিশেষ দলের নয়, বরং ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ—এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানে আট দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে, অবিচার-নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগ ‘নিজেদের উন্নয়ন’ করলেও জনগণের স্বস্তি ছিল না। রাস্তাঘাটে নিম্নমানের কাজ, রাষ্ট্রীয় অর্থ লুটপাট, সিঙ্গাপুরে ব্যবসা করা—এসবের মাধ্যমেই তারা নিজেদের সমৃদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা এবং সাম্প্রতিক গণআন্দোলনে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার অভিযোগ এনে তিনি বলেন, “আওয়ামী লীগ রক্তাক্ত হাতেই ক্ষমতায় এসেছিল এবং রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতন হলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত নয়। একটি গোষ্ঠী এখনো চাঁদাবাজি-দুর্নীতিতে জনগণকে জিম্মি করে রেখেছে। আন্দোলনরত আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হলে রাজপথের আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন হবে বলে হুঁশিয়ার করেন ডা. শফিক।

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। আট দল তাদের পাঁচ দফা দাবি—জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, আওয়ামী লীগের গণহত্যা-দুর্নীতির বিচার এবং আওয়ামী লীগ ও তার সহযোগী জোটের কার্যক্রম নিষিদ্ধ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সমাবেশ করছে।