ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই তিন তরুণের বিয়ে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে যৌতুকবিরোধী দৃষ্টান্ত স্থাপন করলেন তিন তরুণ। যৌতুক প্রথাকে সামাজিক ব্যাধি মনে করে দীর্ঘদিন ধরেই যৌতুক ছাড়াই বিয়ের স্বপ্ন দেখতেন তারা। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার ভেলাজান মহাবিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই অনন্য বিয়ের আয়োজন করা হয়।

এই আয়োজনে রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রামের মোশারফ হোসেনের সাথে পীরগঞ্জের একান্নপুর গ্রামের উম্মে কুলসুম, একই উপজেলার চন্দনচটহ গ্রামের আব্দুল্লাহিল বাকির সাথে জদুয়ার গ্রামের সানজিদা আক্তার নুরানী এবং পঞ্চগড়ের রুহুল আমিনের সাথে বোদা উপজেলার ফারজিনা আক্তারের বিয়ে সম্পন্ন হয়।

নিকাহ রেজিস্ট্রার আব্দুল কাদের জানান, একসাথে তিনটি যৌতুকবিহীন বিয়ে রেজিস্ট্রি করা তার ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা। এ ধরনের উদ্যোগকে তিনি সমাজে অনুকরণীয় বলে মন্তব্য করেন।

জিআরটির প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম জানান, তিন বন্ধুর যৌতুকবিহীন বিয়ের ইচ্ছা ছিল—সংস্থাটি সে ইচ্ছাকে বাস্তবে রূপ দেয়। নবদম্পতিদের উপহারও প্রদান করা হয়।

বর মোশারফ হোসেন বলেন, মাদরাসা জীবন থেকেই যৌতুকবিহীন বিয়ের স্বপ্ন ছিল তার। একই ইচ্ছা নিয়ে পাশে দাঁড়ানো দুই বন্ধুকে নিয়ে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিভাবকরাও জানান, ছয় পরিবারের যৌথ সিদ্ধান্তে এই বিয়ে হয়েছে। ভবিষ্যতেও তাদের পরিবারগুলো যৌতুকমুক্ত বিয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।

এ আয়োজন দেখতে স্থানীয় বহু মানুষ এগিয়ে আসেন। ৫৫ বছর বয়সী জহির ও বুলবুল বলেন, একসাথে তিনটি যৌতুকবিহীন বিয়ে—এ যেন সমাজে বিরল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

এনসিপির নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই তিন তরুণের বিয়ে

আপডেট সময় ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে যৌতুকবিরোধী দৃষ্টান্ত স্থাপন করলেন তিন তরুণ। যৌতুক প্রথাকে সামাজিক ব্যাধি মনে করে দীর্ঘদিন ধরেই যৌতুক ছাড়াই বিয়ের স্বপ্ন দেখতেন তারা। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার ভেলাজান মহাবিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই অনন্য বিয়ের আয়োজন করা হয়।

এই আয়োজনে রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রামের মোশারফ হোসেনের সাথে পীরগঞ্জের একান্নপুর গ্রামের উম্মে কুলসুম, একই উপজেলার চন্দনচটহ গ্রামের আব্দুল্লাহিল বাকির সাথে জদুয়ার গ্রামের সানজিদা আক্তার নুরানী এবং পঞ্চগড়ের রুহুল আমিনের সাথে বোদা উপজেলার ফারজিনা আক্তারের বিয়ে সম্পন্ন হয়।

নিকাহ রেজিস্ট্রার আব্দুল কাদের জানান, একসাথে তিনটি যৌতুকবিহীন বিয়ে রেজিস্ট্রি করা তার ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা। এ ধরনের উদ্যোগকে তিনি সমাজে অনুকরণীয় বলে মন্তব্য করেন।

জিআরটির প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম জানান, তিন বন্ধুর যৌতুকবিহীন বিয়ের ইচ্ছা ছিল—সংস্থাটি সে ইচ্ছাকে বাস্তবে রূপ দেয়। নবদম্পতিদের উপহারও প্রদান করা হয়।

বর মোশারফ হোসেন বলেন, মাদরাসা জীবন থেকেই যৌতুকবিহীন বিয়ের স্বপ্ন ছিল তার। একই ইচ্ছা নিয়ে পাশে দাঁড়ানো দুই বন্ধুকে নিয়ে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিভাবকরাও জানান, ছয় পরিবারের যৌথ সিদ্ধান্তে এই বিয়ে হয়েছে। ভবিষ্যতেও তাদের পরিবারগুলো যৌতুকমুক্ত বিয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।

এ আয়োজন দেখতে স্থানীয় বহু মানুষ এগিয়ে আসেন। ৫৫ বছর বয়সী জহির ও বুলবুল বলেন, একসাথে তিনটি যৌতুকবিহীন বিয়ে—এ যেন সমাজে বিরল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।