জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো অজ্ঞাতনামা ১১৪ শহীদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলন শুরু হবে রোববার (৭ ডিসেম্বর)। রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে সিআইডি এই উত্তোলন কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (৬ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল থেকেই অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন শুরু হবে। এর আগে রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ।
ব্রিফিংয়ে ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও অন্যান্য ফরেনসিক কনসালট্যান্ট উপস্থিত থাকবেন।
এদিকে, মরদেহ উত্তোলন ও ফরেনসিক কাজ নির্বিঘ্ন করতে রায়েরবাজার কবরস্থানে বিশেষ তাঁবু স্থাপন করা হয়েছে। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় পুনরায় দাফন করা হবে বলে সিআইডি জানিয়েছে।




















