ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ লাখ শহীদ, দুই লাখ বীরাঙ্গনার সঠিক তথ্য কোথায়?: সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতির নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে টেম্পু ছাড়া অন্য কোনো যানবাহন চলতে না পারাকে ‘চরম অপচয় ও অনাচার’ হিসেবে উল্লেখ করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার মতে, রাষ্ট্রীয় অর্থে এমন অপচয় বন্ধ করা সবার দায়িত্ব।

শনিবার (৬ ডিসেম্বর) নরসিংদীর পাঁচদোনা স্যার কে.জি. গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামে নামকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

ফাওজুল কবির বলেন, বীরপ্রতীক নেভাল সিরাজকে ভিন্নমতের কারণে হত্যা করা হয়েছিল। ‘‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভিন্ন মতের কারণে কেউ নির্যাতন বা হত্যার শিকার হবেন না।’’ তিনি আরও বলেন, দেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, ‘‘যে দলই বিজয়ী হোক, আমরা তার পাশে থাকব।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক) বলেন, মুক্তিযুদ্ধের চেতনার গল্প বিকৃত করা হচ্ছে। ‘‘৩০ লাখ শহীদ, দুই লাখ বীরাঙ্গনার সঠিক তথ্য কোথায়? রাষ্ট্রক্ষমতায় বসে জনগণের সঙ্গে প্রহসন করা জঘন্য কাজ।’’

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কের নতুন নামকরণের ফলক উন্মোচন করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সরকারি–বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

৩০ লাখ শহীদ, দুই লাখ বীরাঙ্গনার সঠিক তথ্য কোথায়?: সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির

আপডেট সময় ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

সাবেক রাষ্ট্রপতির নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে টেম্পু ছাড়া অন্য কোনো যানবাহন চলতে না পারাকে ‘চরম অপচয় ও অনাচার’ হিসেবে উল্লেখ করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার মতে, রাষ্ট্রীয় অর্থে এমন অপচয় বন্ধ করা সবার দায়িত্ব।

শনিবার (৬ ডিসেম্বর) নরসিংদীর পাঁচদোনা স্যার কে.জি. গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামে নামকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

ফাওজুল কবির বলেন, বীরপ্রতীক নেভাল সিরাজকে ভিন্নমতের কারণে হত্যা করা হয়েছিল। ‘‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভিন্ন মতের কারণে কেউ নির্যাতন বা হত্যার শিকার হবেন না।’’ তিনি আরও বলেন, দেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, ‘‘যে দলই বিজয়ী হোক, আমরা তার পাশে থাকব।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক) বলেন, মুক্তিযুদ্ধের চেতনার গল্প বিকৃত করা হচ্ছে। ‘‘৩০ লাখ শহীদ, দুই লাখ বীরাঙ্গনার সঠিক তথ্য কোথায়? রাষ্ট্রক্ষমতায় বসে জনগণের সঙ্গে প্রহসন করা জঘন্য কাজ।’’

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কের নতুন নামকরণের ফলক উন্মোচন করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সরকারি–বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।