ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ঢাবির ভর্তির ওয়েবসাইটে ফল দেখা যাবে।
এই ইউনিটে এ বছর পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৮৮ দশমিক ৭৫ শতাংশই অকৃতকার্য হয়েছেন। ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন এবং পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে ৬০২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন।
ফলাফল জানতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) লগইন করতে পারবেন অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী মোবাইলের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।
গত ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


























