ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকায় সর্বদলীয় বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব জানায়, এই হামলা শুধু একজন তরুণ নেতার ওপর নয়—বরং জনগণের রাজনৈতিক অধিকার, নির্বাচনী নিরাপত্তা এবং স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।
এ ঘটনায় উদ্ভূত ক্ষোভ ও উদ্বেগের প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ জরুরি ভিত্তিতে রাজধানীর শাহবাগে একটি বৃহৎ নাগরিক সমাবেশের ডাক দেয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
স্থান: শাহবাগ জুলাই মিনার
তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার
সময়: বেলা ১২টা
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “হাদীর ওপর হামলা দেশের বিরোধী শক্তির গভীর ষড়যন্ত্রের অংশ। গণতন্ত্রকে অকার্যকর করতে এবং জনগণের জাগরণকে স্তব্ধ করতে এই নৃশংসতার আশ্রয় নেওয়া হয়েছে। এখনই রুখে দাঁড়ানোর সময়।”
সমাবেশের ঘোষণা দিতে গিয়ে নেতারা স্লোগান দেন—
“রুখে দাঁড়াও বাংলাদেশ! রুখে দাও দেশবিরোধী ষড়যন্ত্র!!”
ইনকিলাব মঞ্চ আরও জানায়, সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্রসমাজ এবং সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে গণ প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি। তারা বলেন, “জুলাই আন্দোলনের স্পিরিটকে ধ্বংস করতে হাদীর মতো কণ্ঠস্বরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কিন্তু ভয় দেখিয়ে জনগণের আন্দোলন থামানো যাবে না।”
হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংগঠনটি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এমন হামলা এ দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। নাগরিক সমাজের বহু অংশও এ কর্মসূচিকে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে।




















