ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোনো ষড়যন্ত্রেই নির্বাচন বাধাগ্রস্ত হবে না: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা নির্বাচনের মধ্যদিয়েই অব্যাহত থাকবে এবং এর মাধ্যমেই গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশবিরোধী শক্তি ও শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে এসব সহিংসতা আরও বাড়তে পারে। তবে এসব ষড়যন্ত্রের মধ্যেও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সব ধরনের বাধা অতিক্রম করেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল পরাজিত শক্তি। সেই ষড়যন্ত্রের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজ গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির শীর্ষ নেতারা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০

কোনো ষড়যন্ত্রেই নির্বাচন বাধাগ্রস্ত হবে না: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা নির্বাচনের মধ্যদিয়েই অব্যাহত থাকবে এবং এর মাধ্যমেই গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশবিরোধী শক্তি ও শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে এসব সহিংসতা আরও বাড়তে পারে। তবে এসব ষড়যন্ত্রের মধ্যেও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সব ধরনের বাধা অতিক্রম করেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল পরাজিত শক্তি। সেই ষড়যন্ত্রের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজ গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির শীর্ষ নেতারা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।