ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চব্বিশের জুলাই যোদ্ধাদের অনেকেই বর্তমানে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বক্তব্যে তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। আসন্ন নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—উদারনৈতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া হবে, নাকি দেশকে পশ্চাৎপদ ধারায় ঠেলে দেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় ঘাতককে চিহ্নিত করা হয়েছে। অথচ একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে এসব ষড়যন্ত্রে বিএনপি দমে যাবে না এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

রুমিন ফারহানাকে নির্বাচনে খরচ করতে ১০০০ টাকা দিলেন বৃদ্ধা

ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চব্বিশের জুলাই যোদ্ধাদের অনেকেই বর্তমানে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বক্তব্যে তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। আসন্ন নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—উদারনৈতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া হবে, নাকি দেশকে পশ্চাৎপদ ধারায় ঠেলে দেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় ঘাতককে চিহ্নিত করা হয়েছে। অথচ একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে এসব ষড়যন্ত্রে বিএনপি দমে যাবে না এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।