সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার আরও একটি সার্জারির প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ওই অস্ত্রোপচারের জন্য উপযুক্ত নয়।
গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পূর্বনির্ধারিত প্রস্তুতির অংশ হিসেবে হাসপাতালে পৌঁছামাত্রই তাকে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।
হাদির চিকিৎসার সার্বিক দেখভালের জন্য তার সঙ্গে রয়েছেন বড় দুই ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



















