আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচনের জন্য আগেই প্রার্থী ঘোষণা করেছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই আসনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিকে জামায়াত-এনসিপি জোট হওয়ায় এ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত নেতা ডা. মো. হেলাল উদ্দীন।
সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট করেন হেলাল উদ্দীন। ওই পোস্টটি পরে নিজের ওয়ালে শেয়ার দিয়েছেন নাসিরুদ্দিন। সেখানে ক্যাপশন লিখেছেন, ‘ধন্যবাদ’।
তিনি লিখেছেন, দেশ গঠনের বৃহত্তর স্বার্থে ও জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্যের জন্য কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি আন্তরিক সমর্থন জানাচ্ছি। ঢাকা- ৮ আসনে জনাব নাসিরুদ্দীন পাটোয়ারির জন্য মন থেকে শুভকামনা রইলো।
তিনি আরও লিখেছেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল প্রায় আট মাস আগে। সাংগঠনিক সিদ্ধান্ত মেনে তখন থেকে কাজে নেমে পড়েছিলাম। ঢাকার এমন একটি গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দেওয়ায় প্রথম দিকে মনে কিছুটা ভয় থাকলেও আত্মবিশ্বাসও ছিল। আমার সাংগঠনিক সহকর্মীরা আমাকে সাহস যুগিয়েছেন এবং সর্বোচ্চটুকু উজাড় করে সহায়তা করেছেন। ভাইদের পাশাপাশি বোনরাও রাতদিন খেটেছেন। বাসায় বাসায় গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এর ফলে অল্প কয়দিনেই ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লার পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে।
প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত নেতা হেলাল উদ্দীন লিখেছেন, এই গণজোয়ার তৈরিতে ভূমিকা রাখা আমার দ্বীনি ভাইরা আশাকরি প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্তে মন খারাপ করবেন না। জাতির বৃহত্তর স্বার্থে সংগঠনের সিদ্ধান্তকে মেনে নেওয়ার অনুরোধ করছি। আমরা শুধু এই সিদ্ধান্ত মেনেই নেব না, জোটের প্রার্থীকেই আমাদের প্রার্থী হিসেবে ধরে নিয়ে আগের মতই কাজ করে যাব ইনশাআল্লাহ।
এই আসনের প্রার্থী ছিলেন শহীদ ওসমান হাদি। তাকে স্মরণ করে ডা. হেলাল লিখেছেন, ঢাকা-৮ আসনটি আরেক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এই আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন শহীদ ওসমান বিন হাদি। আমি নিজে একজন জুলাই যোদ্ধা, সেই অবস্থান থেকে শহীদ হাদির মতই জুলাইয়ের আরেকজন সম্মুখ সারির যোদ্ধা নাসিরুদ্দীন পাটোয়ারিকে এই আসন দেওয়ায় তাকে স্বাগত জানাই। আমি তার সাফল্য ও মঙ্গল কামনা করছি এবং দোয়া করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা তার সন্তুষ্টি এবং দ্বীন বিজয়ের জন্য কবুল করুন। আমিন।
এর আগে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়- ঢাকা ৮ আসনে এনসিপির নির্ধারিত প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামবেন পাটওয়ারী।





















