ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়ে এ আসনে আমাকে প্রার্থী করেছেন। আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান।

আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন।’

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের বাইরের কেউ নই। আমি এখানে ইতিমধ্যে ভোটার হয়েছি। আমি কথা দিচ্ছি, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আমার পাশে থাকলে, এখানে কোনো দলাদলি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে।’

রাশেদ খান বলেন, ‘তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের জয়ী করতে সবাই কাজ করবেন। আমি আপনাদের জন্য কাজ করতে আপনাদের কাছে এসেছি। ফ্যাসিবাদবিরোধীদের সঙ্গে নিয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন।’

এ সময় ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনের বিএনপির প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

আপডেট সময় ১০:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়ে এ আসনে আমাকে প্রার্থী করেছেন। আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান।

আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন।’

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের বাইরের কেউ নই। আমি এখানে ইতিমধ্যে ভোটার হয়েছি। আমি কথা দিচ্ছি, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আমার পাশে থাকলে, এখানে কোনো দলাদলি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে।’

রাশেদ খান বলেন, ‘তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের জয়ী করতে সবাই কাজ করবেন। আমি আপনাদের জন্য কাজ করতে আপনাদের কাছে এসেছি। ফ্যাসিবাদবিরোধীদের সঙ্গে নিয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন।’

এ সময় ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনের বিএনপির প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।