ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আখেরাত ও এলাকার উন্নয়ন আমার দ্বিতীয় জীবনের লক্ষ্য: লুৎফুজ্জামান বাবর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত, এলাকার উন্নয়ন ও আমার পরিবার।

 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

লুৎফুজ্জামান বাবর বলেন, আজকে এ অবস্থায় মনোনয়ন দাখিল করতে পারব, বাঁচতে পারব- সেটা কিন্তু আমি ভাবিনি। মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করবেন, সামনে নির্বাচন যেন সুষ্ঠু, শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে হয়, কোনো কারচুপি ছাড়া যেন হয়। আপনারা সাংবাদিকরা এ বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

 

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বাবর বলেন, আগামীর দেশকে গড়ার জন্য ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বিশ্বাস করে- তারেক রহমানের একটি প্ল্যান আছে, আপনারা নিশ্চয়ই জানেন। সে প্ল্যানকে বাস্তবায়ন করতে সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো।

 

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আগের থেকে অনেক বেশি জনগণের জন্য কাজ করার চেষ্টা করব। কারণ এটা আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত। দ্বিতীয় এলাকার উন্নয়ন এবং তৃতীয়ত আমার পরিবার। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য কতটুকু করতে পারব।

 

জোট ও শরীক দলগুলোর বিষয়ে তিনি বলেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তাদের যদি জনমত বেশি থাকে তারা ক্ষমতায় আসবেন। আর যদি বিএনপির জনমত বেশি থাকে, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আমি অবশ্যই তাদের জোটকে সাধুবাদ জানাই।

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বসেই ভারতের এক প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

আখেরাত ও এলাকার উন্নয়ন আমার দ্বিতীয় জীবনের লক্ষ্য: লুৎফুজ্জামান বাবর

আপডেট সময় ০১:৪৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত, এলাকার উন্নয়ন ও আমার পরিবার।

 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

লুৎফুজ্জামান বাবর বলেন, আজকে এ অবস্থায় মনোনয়ন দাখিল করতে পারব, বাঁচতে পারব- সেটা কিন্তু আমি ভাবিনি। মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করবেন, সামনে নির্বাচন যেন সুষ্ঠু, শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে হয়, কোনো কারচুপি ছাড়া যেন হয়। আপনারা সাংবাদিকরা এ বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

 

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বাবর বলেন, আগামীর দেশকে গড়ার জন্য ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বিশ্বাস করে- তারেক রহমানের একটি প্ল্যান আছে, আপনারা নিশ্চয়ই জানেন। সে প্ল্যানকে বাস্তবায়ন করতে সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো।

 

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আগের থেকে অনেক বেশি জনগণের জন্য কাজ করার চেষ্টা করব। কারণ এটা আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার লক্ষ্য আখেরাত। দ্বিতীয় এলাকার উন্নয়ন এবং তৃতীয়ত আমার পরিবার। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য কতটুকু করতে পারব।

 

জোট ও শরীক দলগুলোর বিষয়ে তিনি বলেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তাদের যদি জনমত বেশি থাকে তারা ক্ষমতায় আসবেন। আর যদি বিএনপির জনমত বেশি থাকে, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আমি অবশ্যই তাদের জোটকে সাধুবাদ জানাই।