ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হাসান মামুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

 

নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হাসান মামুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাসান মামুনকে বিএনপির সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মামুন। তবে জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দেয় বিএনপি। এ সিদ্ধান্ত অমান্য করে হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিষয়ে হাসান মামুন ভিন্ন দাবি করে বলেন, আমি দল থেকে পদত্যাগ করেই মনোনয়ন দাখিল করেছি। বহিষ্কারের প্রয়োজন ছিল না। সাধারণ নাগরিক হিসেবেই নির্বাচন করতে পারতাম।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর ও হাসান মামুনসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হাসান মামুন

আপডেট সময় ০৯:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

 

নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হাসান মামুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাসান মামুনকে বিএনপির সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মামুন। তবে জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দেয় বিএনপি। এ সিদ্ধান্ত অমান্য করে হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিষয়ে হাসান মামুন ভিন্ন দাবি করে বলেন, আমি দল থেকে পদত্যাগ করেই মনোনয়ন দাখিল করেছি। বহিষ্কারের প্রয়োজন ছিল না। সাধারণ নাগরিক হিসেবেই নির্বাচন করতে পারতাম।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর ও হাসান মামুনসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।