ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুই শিশু: শীতের রাতে শিশু ফেলে যাওয়ার ঘটনায় বাবা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

কনকনে শীতের রাতে চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে ফেলে রাখা চার বছরের আয়েশা আক্তার ও দুই বছরের মোরশেদের বাবা মো. খোরশেদ আলম (৩৫)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এসআই মোমেন কান্তির নেতৃত্বে পুলিশের একটি দল পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা থেকে খোরশেদ আলমকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম স্বীকার করেছেন যে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে তিনি স্ত্রীসহ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে তিনি বাঁশখালী উপজেলার মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামনি এলাকার বাসিন্দা।

এদিকে উদ্ধার হওয়া দুই শিশুর সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে জেলা প্রশাসন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের তত্ত্বাবধানে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব নেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,শিশুগুলোর বাবাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,শিশুগুলোর বাবার সঙ্গে কথা বলা হয়েছে। তার পরিবারের সদস্যদের এখানে আসতে বলা হয়েছে। শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা চার বছরের আয়েশা আক্তার ও ১৪ মাস বয়সী মোরশেদকে উদ্ধার করেন এক সিএনজি চালক। উদ্ধারকারী মহিম উদ্দিন শিশু দুটিকে সাময়িকভাবে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং পরে আনোয়ারা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

কত সম্পদের মালিক তারেক রহমান ও জুবাইদা রহমান?

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুই শিশু: শীতের রাতে শিশু ফেলে যাওয়ার ঘটনায় বাবা গ্রেপ্তার

আপডেট সময় ১১:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

কনকনে শীতের রাতে চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে ফেলে রাখা চার বছরের আয়েশা আক্তার ও দুই বছরের মোরশেদের বাবা মো. খোরশেদ আলম (৩৫)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এসআই মোমেন কান্তির নেতৃত্বে পুলিশের একটি দল পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা থেকে খোরশেদ আলমকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম স্বীকার করেছেন যে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে তিনি স্ত্রীসহ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে তিনি বাঁশখালী উপজেলার মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামনি এলাকার বাসিন্দা।

এদিকে উদ্ধার হওয়া দুই শিশুর সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে জেলা প্রশাসন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের তত্ত্বাবধানে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব নেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,শিশুগুলোর বাবাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,শিশুগুলোর বাবার সঙ্গে কথা বলা হয়েছে। তার পরিবারের সদস্যদের এখানে আসতে বলা হয়েছে। শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা চার বছরের আয়েশা আক্তার ও ১৪ মাস বয়সী মোরশেদকে উদ্ধার করেন এক সিএনজি চালক। উদ্ধারকারী মহিম উদ্দিন শিশু দুটিকে সাময়িকভাবে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং পরে আনোয়ারা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।