ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারের খোঁজ নিতেন বেগম জিয়া: আলী আহসান মুজাহিদের ছেলে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারকে ডেকে খোঁজ নিতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর।

বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার জানাযা শেষে স্মৃতিচারণ করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।

আলী আহমদ মাবরুর তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আওয়ামী লীগ আমলে যতদিন পর্যন্ত জামায়াত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছে, এর প্রতিটিতেই বেগম জিয়া অংশ নিয়েছেন। বেসিক ইফতার পর্ব ও মাগরিব নামাজের পর তার একটি নিয়মিত রুটিন কাজ ছিল। আর তা হলো, তিনি কারাবন্দী সকল জামায়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের ডেকে পাঠাতেন। তিনি প্রতিটি নেতার নাম ধরে তাদের পরিবারের সদস্যদের ডাকতেন। কাছে ডেকে খোঁজ নিতেন। পরিবারগুলো কীভাবে চলছে জানতে চাইতেন। আব্বা-চাচারা কেমন আছেন জানতে চাইতেন। তাদের কষ্ট ও দুর্ভোগের জন্য সমবেদনা জানাতেন।

 

ওই সময় বেগম জিয়া কারাবন্দী নেতাদের পরিবারকে সান্তনা দিতেন জানিয়ে মাবরুর আরও লেখেন, সবশেষে আমাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিতেন। অভিভাবকতূল্য এ কাজটি তিনি প্রতিবার করতেন আর আমরাও তাতে অভ্যস্ত ছিলাম। বলা যায়, এই ইফতার আয়োজনগুলোতে যাওয়ার অন্যতম একটি কারণও ছিল তার সাক্ষাৎ পাওয়া, আমাদের আপডেট দেয়া, আব্বার সালাম পৌঁছে দেওয়া।’

বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে তিনি লেখেন, আজ এসব স্মৃতি মনে পড়ছে। সব দলের মধ্য থেকেই একটি পুরো প্রজন্ম আসলেই হারিয়ে গেল। জানাজার পুরো সময়টা জুড়ে কেবল এগুলোই ভাবছিলাম। আজ থেকে ভিন্ন এক বাংলাদেশের যাত্রা শুরু হলো।’

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অবস্থানের পর নড়েচড়ে বসছে আইসিসি, বৈঠকে বাংলাদেশ ইস্যু

প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারের খোঁজ নিতেন বেগম জিয়া: আলী আহসান মুজাহিদের ছেলে

আপডেট সময় ১১:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারকে ডেকে খোঁজ নিতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর।

বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার জানাযা শেষে স্মৃতিচারণ করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।

আলী আহমদ মাবরুর তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আওয়ামী লীগ আমলে যতদিন পর্যন্ত জামায়াত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছে, এর প্রতিটিতেই বেগম জিয়া অংশ নিয়েছেন। বেসিক ইফতার পর্ব ও মাগরিব নামাজের পর তার একটি নিয়মিত রুটিন কাজ ছিল। আর তা হলো, তিনি কারাবন্দী সকল জামায়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের ডেকে পাঠাতেন। তিনি প্রতিটি নেতার নাম ধরে তাদের পরিবারের সদস্যদের ডাকতেন। কাছে ডেকে খোঁজ নিতেন। পরিবারগুলো কীভাবে চলছে জানতে চাইতেন। আব্বা-চাচারা কেমন আছেন জানতে চাইতেন। তাদের কষ্ট ও দুর্ভোগের জন্য সমবেদনা জানাতেন।

 

ওই সময় বেগম জিয়া কারাবন্দী নেতাদের পরিবারকে সান্তনা দিতেন জানিয়ে মাবরুর আরও লেখেন, সবশেষে আমাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিতেন। অভিভাবকতূল্য এ কাজটি তিনি প্রতিবার করতেন আর আমরাও তাতে অভ্যস্ত ছিলাম। বলা যায়, এই ইফতার আয়োজনগুলোতে যাওয়ার অন্যতম একটি কারণও ছিল তার সাক্ষাৎ পাওয়া, আমাদের আপডেট দেয়া, আব্বার সালাম পৌঁছে দেওয়া।’

বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে তিনি লেখেন, আজ এসব স্মৃতি মনে পড়ছে। সব দলের মধ্য থেকেই একটি পুরো প্রজন্ম আসলেই হারিয়ে গেল। জানাজার পুরো সময়টা জুড়ে কেবল এগুলোই ভাবছিলাম। আজ থেকে ভিন্ন এক বাংলাদেশের যাত্রা শুরু হলো।’