ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে নাজিরুল ইসলাম নাজিরের একটি বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তার অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

অভিযুক্ত নাজিরুল ইসলাম শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ভোলার ছেলে। তিনি উপজেলা বিএনপির সহ-যুব সম্পাদক।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাজির এমন কিছু কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন যা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি। এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জেলা বিএনপির নির্দেশনায় শাজাহানপুর উপজেলা বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে।

 

এদিকে ‎ভিডিওটি ভাইরাল হওয়ার পর নাজিরুল ইসলাম নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তবে দলের হাইকমান্ড বিশৃঙ্খলা ও জনবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় শেষ পর্যন্ত তাকে পদ হারাতে হলো। এলাকায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বিএনপির সাধারণ কর্মীরা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

‎এ বিষয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন বলেন, ‎দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নীতি অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বোমা মেরে ৩ লক্ষ টাকা ডাকাতি,ফোন লুট

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

আপডেট সময় ১০:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে নাজিরুল ইসলাম নাজিরের একটি বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তার অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

অভিযুক্ত নাজিরুল ইসলাম শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ভোলার ছেলে। তিনি উপজেলা বিএনপির সহ-যুব সম্পাদক।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাজির এমন কিছু কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন যা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি। এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জেলা বিএনপির নির্দেশনায় শাজাহানপুর উপজেলা বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে।

 

এদিকে ‎ভিডিওটি ভাইরাল হওয়ার পর নাজিরুল ইসলাম নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তবে দলের হাইকমান্ড বিশৃঙ্খলা ও জনবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় শেষ পর্যন্ত তাকে পদ হারাতে হলো। এলাকায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বিএনপির সাধারণ কর্মীরা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

‎এ বিষয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন বলেন, ‎দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নীতি অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে।