ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে পাকিস্তান: ইসহাক দার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে আজ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। পরিদর্শনকালে তিনি সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এই উপলক্ষে দেওয়া বক্তব্যে ইসহাক দার বলেন, খালেদা জিয়ার চলে যাওয়া তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন জনসেবা এবং জাতির কল্যাণে উৎসর্গ করেছিলেন। প্রতিকূল সময়ে তাঁর সহনশীলতা এবং নেতৃত্ব একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। দেশ ও মানুষের সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভবে কাজ করার প্রত্যাশা রাখে।

বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার উপ-প্রধানমন্ত্রীকে তাঁর সফরের জন্য এবং শোক বইয়ে স্বাক্ষর করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মহানুভবতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের চিরস্থায়ী বন্ধনকেই প্রতিফলিত করে।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বোমা মেরে ৩ লক্ষ টাকা ডাকাতি,ফোন লুট

শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে পাকিস্তান: ইসহাক দার

আপডেট সময় ১২:১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে আজ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। পরিদর্শনকালে তিনি সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এই উপলক্ষে দেওয়া বক্তব্যে ইসহাক দার বলেন, খালেদা জিয়ার চলে যাওয়া তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন জনসেবা এবং জাতির কল্যাণে উৎসর্গ করেছিলেন। প্রতিকূল সময়ে তাঁর সহনশীলতা এবং নেতৃত্ব একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। দেশ ও মানুষের সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভবে কাজ করার প্রত্যাশা রাখে।

বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার উপ-প্রধানমন্ত্রীকে তাঁর সফরের জন্য এবং শোক বইয়ে স্বাক্ষর করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মহানুভবতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের চিরস্থায়ী বন্ধনকেই প্রতিফলিত করে।