আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনা ও প্রচারণা চালানোর অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
রোববার (৪ জানুয়ারি) নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়। নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম শোকজের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২ জানুয়ারি লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা মাথায় কলস নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ বিধি অনুযায়ী- ভোটগ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে এবং এই কার্যক্রমকে বিধিমালার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
এমতাবস্থায়, বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ প্রেরণ করা হবে না তার ব্যাখ্যা চাওযা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিশে।
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেন, আমি প্রচারণায় ব্যস্ত থাকায় শোকজের বিষয়টি এখনো জানি না। তবে এটি একটি রুটিন ওয়ার্ক। বাসায় ফিরে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেব।



















