ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা-মামলা, আ.লীগের ২১ নেতাকর্মীর জামিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্দার রহমানসহ ২১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

 

রোববার (৪ জানুয়ারি) দীর্ঘ শুনানি শেষে বাগাতিপাড়া আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকার রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশ বাদী হিসেবে দায়ের করেন।

 

জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সেকেন্দার রহমান (৬৮), মো. মতিউর রহমান (৩৫), মো. আব্দুল মজিদ (৫৫), মো. আসাদ উশান জমি (২৩), মো. আব্দুর ছামাদ (৩০), মো. নাজমুল হক নিঠু (৫৫), মো. হাফিজুল ইসলাম (৪০), মো. রবিউল ইসলাম (২৪), মো. মসলেম উদ্দিন (২৪), মো. বকুল হোসেন (৫৩), মাসুদ রানা (৪৩), মো. আব্দুল হালিম (৪৫), বায়েজিদ বোস্তামী (৫৮), সিহাব মাহমুদ সজল (৩৪), মাহবুবুল ইসলাম মিঠু (৫০), বজলুর রহমান (৬৫), সোহেল রানা (৪০), মুনছুর সরকার (৫৫), আইয়ুব আলী (৫২), সালাউদ্দিন (৫২) ও মোহন আলী (৩৫)।

 

আসামিরা সবাই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

 

বাগাতিপাড়া আমলি আদালতে মামলার বাদী শমসের আলী জানান, ঘটনাস্থল থেকে আসামিদের বসতবাড়ি কিছুটা দূরে হওয়ায় এবং আদালতের বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।

 

অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, এটি একটি পুলিশ বাদী মামলা। মামলার এজাহারে সেকেন্দার রহমানের নাম সরাসরি উল্লেখ না থাকায় আদালত তাকে জামিন দিয়েছেন। তবে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট পৃথক মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

পুলিশের ওপর হামলা-মামলা, আ.লীগের ২১ নেতাকর্মীর জামিন

আপডেট সময় ১১:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্দার রহমানসহ ২১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

 

রোববার (৪ জানুয়ারি) দীর্ঘ শুনানি শেষে বাগাতিপাড়া আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকার রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশ বাদী হিসেবে দায়ের করেন।

 

জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সেকেন্দার রহমান (৬৮), মো. মতিউর রহমান (৩৫), মো. আব্দুল মজিদ (৫৫), মো. আসাদ উশান জমি (২৩), মো. আব্দুর ছামাদ (৩০), মো. নাজমুল হক নিঠু (৫৫), মো. হাফিজুল ইসলাম (৪০), মো. রবিউল ইসলাম (২৪), মো. মসলেম উদ্দিন (২৪), মো. বকুল হোসেন (৫৩), মাসুদ রানা (৪৩), মো. আব্দুল হালিম (৪৫), বায়েজিদ বোস্তামী (৫৮), সিহাব মাহমুদ সজল (৩৪), মাহবুবুল ইসলাম মিঠু (৫০), বজলুর রহমান (৬৫), সোহেল রানা (৪০), মুনছুর সরকার (৫৫), আইয়ুব আলী (৫২), সালাউদ্দিন (৫২) ও মোহন আলী (৩৫)।

 

আসামিরা সবাই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

 

বাগাতিপাড়া আমলি আদালতে মামলার বাদী শমসের আলী জানান, ঘটনাস্থল থেকে আসামিদের বসতবাড়ি কিছুটা দূরে হওয়ায় এবং আদালতের বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।

 

অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, এটি একটি পুলিশ বাদী মামলা। মামলার এজাহারে সেকেন্দার রহমানের নাম সরাসরি উল্লেখ না থাকায় আদালত তাকে জামিন দিয়েছেন। তবে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট পৃথক মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।