সোমবার খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরাসহ তিন শতাধিক নেতাকর্মী। ছবি : এনটিভি
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরাসহ তিন শতাধিক নেতাকর্মী। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এনসিপি থেকে আসা নেতাকর্মীরা। যোগদানকারীদের মধ্যে জেলা কমিটি ছাড়াও দীঘিনালা ও সদর উপজেলা কমিটির বিভিন্ন পদের ২১ জন নেতা রয়েছেন।
সদ্য যোগদানকারী নেতা বিপ্লব ত্রিপুরা বলেন, দাঁড়িপাল্লায় মাপে কম আছে। পাহাড়ি জাতিগোষ্ঠী দাঁড়িপাল্লার কিছু বোঝে না। বিশেষ করে জামায়াতের সঙ্গে করা এই নির্বাচনি জোট আমরা মেনে নিতে পারিনি। তাই নীতিগত জায়গা থেকে পদত্যাগ করে তিন শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। তিনি আগামীতে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির পতাকাতলে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ৩০টি আসনের বিনিময়ে এনসিপি আজ স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছে। যারা ৭১ মানে না, বাংলাদেশের স্বাধীনতা মানে না, তারা কোন মুখে নির্বাচন করতে আসে।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: NTV



















