ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কটোর পদক্ষেপ নিয়েছে সুইজারল্যান্ড। দেশটিতে থাকা তার ও তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ (ফ্রিজ) করার ঘোষণা দিয়েছে সুইস সরকার।
সোমবার (০৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সম্পদ দেশটির বাইরে সরিয়ে নেওয়া না যায় এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ভবিষ্যতের কোনো আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয়, এসব সম্পদ অবৈধভাবে অর্জিত, তাহলে সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফেরত দেওয়ার জন্য সুইজারল্যান্ড চেষ্টা করবে।
সুইজারল্যান্ড ২০১৮ সাল থেকেই ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। এসব নিষেধাজ্ঞার আওতায় এখন পর্যন্ত ৫৪ জন ব্যক্তির সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
মাদুরোর নামে সুইজারল্যান্ডে ঠিক কী পরিমাণ সম্পদ রয়েছে, তা স্পষ্ট নয়। তবে ২০২১ সালে ফাঁস হওয়া নথির ভিত্তিতে একটি সুইস পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, সুইস কৌঁসুলিরা প্রায় ১০ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ থাকা কিছু ব্যাংক হিসাব শনাক্ত করেছিলেন, যা ভেনেজুয়েলায় সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুইস সরকারের আজকের এই সম্পদ জব্দের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী চার বছর এটি বলবৎ থাকবে।
সূত্র: কালবেলা



















