ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে যুবদলনেতাকে গুলি করে হত্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাউজানে জানে আলম শিকদার (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত মুহাম্মদ জানে আলম শিকদার রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অলিমিয়াহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন জানে আলম। বাড়ির মাত্র ২০০ মিটার দূরে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

 

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাউজান থানার পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (এসআই) দিপ্তেষ দাশ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে কলম্বিয়ার গেরিলারা

চট্টগ্রামে যুবদলনেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

 

চট্টগ্রামের রাউজানে জানে আলম শিকদার (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত মুহাম্মদ জানে আলম শিকদার রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অলিমিয়াহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন জানে আলম। বাড়ির মাত্র ২০০ মিটার দূরে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

 

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাউজান থানার পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (এসআই) দিপ্তেষ দাশ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।