আর কোনো চান্দাবাজি,টেন্ডারবাজি,মাঠিভরাট,দোকান দখল,মামলা বানিজ্য হতে দেব না,অন্যায়ের বিরুদ্ধে,জুলুমের বিরুদ্ধে আপনারা ভোট দিবেন,আমি আপনাদের ঘরের মেয়ে আপনাদের প্রার্থী,কোনো দলের না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া২(সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের কুছনী গ্রামে সাধারণ মানুষের সাথে পথসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমার ভোটার আমার নেতাকর্মী যারা আছেন,আমি ১৭বছর শেখ হাসিনার মত শক্তিশালী নেতার সামনে চোখে চোখ রেখে কথা বলেছি।আপনারা আমাকে ভালোবাসেন আমাকে আপনাদের সন্তানের মত রেখেছে আপনারাও ভয় পেলে চলবে না,জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো।
এমন সময় ছিলো,বিএনপির কর্মীরা ধানক্ষেতে বিলে ঘুমাতো,তখন নেতারা ফোন অফ করে রাখতো,সে সময় আমার বক্তব্য শুনে কর্মীরা সাহস পেতো।তখন তারা মনে মনে চিন্তা করতো না আমরা ভেসে আসি নাই।
এসময় জেলা উপজেলার রুমিন কর্মীসমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারও নারী পুরুষ উপস্থিত ছিলেন।




















