ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার না হওয়া জাতির জন্য লজ্জার : হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘হাসিনার আমলে চোখের ইশারাতেও যদি বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি ঘোষণা করত, সেখানে সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থা উপস্থিত হতো। অথচ ছয় মাস আগে ঘোষণা দিয়ে জুমার দিনে প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলো, হত্যার পর খুনিরা সীমান্তের ওপারে চলে গেল কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখতে পারল না। এটি আমাদের জাতির জন্য লজ্জার বিষয়।’

 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের গুণ্ডামির বিরুদ্ধে আপসহীন ছিলেন শহীদ ওসমান হাদি। কিন্তু দুঃখজনক হলো, ওসমান হাদি শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আমরা এখনো তার হত্যার বিচার নিশ্চিত করতে পারিনি। হাদি হত্যাকারীদের বিচার এই বাংলাদেশে হতেই হবে।’

 

হাসনাত বলেন, ‘অতীতে ভারত ঠিক করে দিয়েছে আমাদের দেশ কে চালাবে। এ দেশে এজেন্ট নিয়োগ দিয়েছে, যেমন ব্যাংক এজেন্ট দেওয়া হয়। এ দেশে মোদির ছিল এজেন্ট হাসিনা। এজেন্ট মালিকের কথামতো দেশ চালিয়েছে, আর যখন পারেনি, তখন সেই এজেন্টকে মালিক সরিয়ে নিয়েছে। ভারতের গুণ্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি ও ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

 

সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের প্রার্থী করার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা নতুন কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না, জনগণের আমানতের টাকা ফেরত দেয় না, তারা সংসদে গিয়ে জনগণকে কী বার্তা দিতে চায়, তা আমাদের বোধগম্য নয়।’

 

তিনি আরো বলেন, “যে ব্যক্তি নিজেই ঋণ করে চলে, দায় শোধ করে না, সে ব্যক্তি জনগণের সেবা করতে এলে কী ধরনের সেবা দেবে, তা আমাদের পরিষ্কার হয়ে গেছে। যারা জনগণের ট্যাক্সের টাকা ও ঋণের টাকা আত্মসাৎ করে বিলাসিতা করে, তাদের লজ্জা হওয়া উচিত। এসব ঋণখেলাপি সংসদে গিয়ে যেন জনগণের টাকা ফেরত যেন দিতে না হয়, সেই ব্যবস্থাই করবে। তাই ব্যালটের মাধ্যমে এসব ঋণখেলাপিকে ‘না’ বলতে হবে।”

 

দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারি মো. অলিউল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. গোলাম জিলানী, জামায়াতের ইউনিয়ন আমির মাও. মো. হোসাইন, ইউপি মো. আবু ইউসুফ মেম্বারসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

হাদি হত্যার বিচার না হওয়া জাতির জন্য লজ্জার : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৯:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘হাসিনার আমলে চোখের ইশারাতেও যদি বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি ঘোষণা করত, সেখানে সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থা উপস্থিত হতো। অথচ ছয় মাস আগে ঘোষণা দিয়ে জুমার দিনে প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলো, হত্যার পর খুনিরা সীমান্তের ওপারে চলে গেল কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখতে পারল না। এটি আমাদের জাতির জন্য লজ্জার বিষয়।’

 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের গুণ্ডামির বিরুদ্ধে আপসহীন ছিলেন শহীদ ওসমান হাদি। কিন্তু দুঃখজনক হলো, ওসমান হাদি শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আমরা এখনো তার হত্যার বিচার নিশ্চিত করতে পারিনি। হাদি হত্যাকারীদের বিচার এই বাংলাদেশে হতেই হবে।’

 

হাসনাত বলেন, ‘অতীতে ভারত ঠিক করে দিয়েছে আমাদের দেশ কে চালাবে। এ দেশে এজেন্ট নিয়োগ দিয়েছে, যেমন ব্যাংক এজেন্ট দেওয়া হয়। এ দেশে মোদির ছিল এজেন্ট হাসিনা। এজেন্ট মালিকের কথামতো দেশ চালিয়েছে, আর যখন পারেনি, তখন সেই এজেন্টকে মালিক সরিয়ে নিয়েছে। ভারতের গুণ্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি ও ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

 

সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের প্রার্থী করার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা নতুন কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না, জনগণের আমানতের টাকা ফেরত দেয় না, তারা সংসদে গিয়ে জনগণকে কী বার্তা দিতে চায়, তা আমাদের বোধগম্য নয়।’

 

তিনি আরো বলেন, “যে ব্যক্তি নিজেই ঋণ করে চলে, দায় শোধ করে না, সে ব্যক্তি জনগণের সেবা করতে এলে কী ধরনের সেবা দেবে, তা আমাদের পরিষ্কার হয়ে গেছে। যারা জনগণের ট্যাক্সের টাকা ও ঋণের টাকা আত্মসাৎ করে বিলাসিতা করে, তাদের লজ্জা হওয়া উচিত। এসব ঋণখেলাপি সংসদে গিয়ে যেন জনগণের টাকা ফেরত যেন দিতে না হয়, সেই ব্যবস্থাই করবে। তাই ব্যালটের মাধ্যমে এসব ঋণখেলাপিকে ‘না’ বলতে হবে।”

 

দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারি মো. অলিউল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. গোলাম জিলানী, জামায়াতের ইউনিয়ন আমির মাও. মো. হোসাইন, ইউপি মো. আবু ইউসুফ মেম্বারসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।