ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমঝোতার বিষয়ে এখনো আলোচনা চলছে: ইসলামী আন্দোলন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং এ বিষয়ে বহুমাত্রিক আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  আজ বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ কথা জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থিদের এক বক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিলো তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে।

সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসে নাই। নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন।

এই বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেছে দলটি।

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে: সালাহউদ্দিন আহমেদ

সমঝোতার বিষয়ে এখনো আলোচনা চলছে: ইসলামী আন্দোলন

আপডেট সময় ০২:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং এ বিষয়ে বহুমাত্রিক আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  আজ বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ কথা জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থিদের এক বক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিলো তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে।

সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসে নাই। নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন।

এই বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেছে দলটি।