ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার পরও এনসিপি জোটের প্রিন্সিপাল অনুসরণ করবে: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলের জোট থেকে বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বের হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনটা হবে আশা করিনি। একসঙ্গে নির্বাচনে যাব, সে প্রত্যাশা ছিল। তারপরও তাদের জোট থেকে বের হয়ে যাওয়ার পর এনসিপি জোটের প্রিন্সিপাল অনুসরণ করবে।’ ইসলামি আন্দোলন বাংলাদেশ জামায়াতের নেতৃত্বে জোটের শরিক হবে বলে আশা এনসিপির জানিয়ে তিনি বলেন, ‘তা নাহলে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করি। পরিবর্তিত পরিস্থির পর লিঁয়াজো কমিটির সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে। আসন বাড়া কমা নিয়ে খুব বেশি টানাপোড়েন নেই।’

ভয়ভীতির মাধ্যমে নির্বাচন থেকে প্রার্থীদের সরিয় দিতে চেষ্টা করছে বিএনপি অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে ব্যবস্থা নেবে বলে আশা করছি। নির্বাচন কমিশনের গণ্ডির ভেতর রিটকারী প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এনসিপির এ নেতা বলেন, এ ঘটনা নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস স্থাপনকে প্রশ্নবিদ্ধ করে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এনসিপির প্রাথমিক চাওয়া।

নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ১০ দলীয় জোটের ওপর মানুষের আস্থা আছে এমন প্রত্যাশা ব্যক্ত করে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘সামনের দিনগুলোয় এই ঐক্য জনগণের ম্যান্ডেট নিয়ে জয়ী হবে। এনসিপির মুখপাত্র বলেন, পোস্টাল ব্যালটে প্রসেস অনুযায়ী প্রতীক বরাদ্দ হয়েছে বলে শুনেছি। অনেকে বলছেন পোস্টাল ব্যালট বন্ধ করা হোক। এ ধরনের আলোচনাকে অশনিসংকেত বলে মনে করে এনসিপি।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সফর শুরু করছেন জামায়াতের আমির, প্রথমে যাচ্ছেন উত্তরবঙ্গে

ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার পরও এনসিপি জোটের প্রিন্সিপাল অনুসরণ করবে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলের জোট থেকে বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বের হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনটা হবে আশা করিনি। একসঙ্গে নির্বাচনে যাব, সে প্রত্যাশা ছিল। তারপরও তাদের জোট থেকে বের হয়ে যাওয়ার পর এনসিপি জোটের প্রিন্সিপাল অনুসরণ করবে।’ ইসলামি আন্দোলন বাংলাদেশ জামায়াতের নেতৃত্বে জোটের শরিক হবে বলে আশা এনসিপির জানিয়ে তিনি বলেন, ‘তা নাহলে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করি। পরিবর্তিত পরিস্থির পর লিঁয়াজো কমিটির সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে। আসন বাড়া কমা নিয়ে খুব বেশি টানাপোড়েন নেই।’

ভয়ভীতির মাধ্যমে নির্বাচন থেকে প্রার্থীদের সরিয় দিতে চেষ্টা করছে বিএনপি অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে ব্যবস্থা নেবে বলে আশা করছি। নির্বাচন কমিশনের গণ্ডির ভেতর রিটকারী প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এনসিপির এ নেতা বলেন, এ ঘটনা নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস স্থাপনকে প্রশ্নবিদ্ধ করে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এনসিপির প্রাথমিক চাওয়া।

নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ১০ দলীয় জোটের ওপর মানুষের আস্থা আছে এমন প্রত্যাশা ব্যক্ত করে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘সামনের দিনগুলোয় এই ঐক্য জনগণের ম্যান্ডেট নিয়ে জয়ী হবে। এনসিপির মুখপাত্র বলেন, পোস্টাল ব্যালটে প্রসেস অনুযায়ী প্রতীক বরাদ্দ হয়েছে বলে শুনেছি। অনেকে বলছেন পোস্টাল ব্যালট বন্ধ করা হোক। এ ধরনের আলোচনাকে অশনিসংকেত বলে মনে করে এনসিপি।