এটা তো অঙ্ক নয়, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত’—কথাটি আওয়ামী ফ্যাসিবাদের হাতে খুন হওয়া এক বাবার কিশোরী বিধবা সরকারদলীয় আমলে খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির সর্বদলীয় সভায় কান্নাজড়িত গলায় নিজের ভেতর চেপে রাখা কষ্টকে সামনে আনেন সেই কিশোরী।
এদিকে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে গিয়ে এসব ঘটনা তুলে ধরেন গুমের শিকার হওয়া তাদের সেই প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি। জীবন কষ্ট বুকে নিয়ে তারা জানাচ্ছিলেন বাবাকে হারিয়ে কী নির্মম জীবন কাটছে তাদের।
চোখের জল টলমল করে, নিজের প্রিয় সন্তানকে তারা আর দেখতে পান না অনেক অনেক বছর, তারা কথায় ঝরিয়ে দিলেন। মুহূর্তের এসব আর্তনাদ স্পর্শ করে তারেক রহমানকেও। সমবেদনা জানিয়ে কাঁদতে দেখা যায় তাকে। তার কানে বাজে, ‘কত বছর হয়ে যায়, বাবা তো আর আসে না।’



















