ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

এবার নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা সেই কর্মসূচি স্থগিত করেছি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা হিসেবে ভেবেছে। কিন্তু এটি দুর্বলতা নয়, এটি আমাদের ভদ্রতা। এরপর থেকে নির্বাচন কমিশন ও একটি দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নানা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে, আমরা সে সুযোগ দেবো না।’

বিএনপির এই নেতা আরও বলেন, যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ভুল খবর প্রচার করে উত্তেজনা, এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালালেন রিপাবলিক বাংলার সাংবাদিক

ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০২:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

এবার নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা সেই কর্মসূচি স্থগিত করেছি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা হিসেবে ভেবেছে। কিন্তু এটি দুর্বলতা নয়, এটি আমাদের ভদ্রতা। এরপর থেকে নির্বাচন কমিশন ও একটি দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নানা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে, আমরা সে সুযোগ দেবো না।’

বিএনপির এই নেতা আরও বলেন, যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।