এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দিয়ে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। শনিবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তিনি নিজেই জানান।
এতে অধ্যক্ষ আশরাফুল হক উল্লেখ করেন, বিগত দীর্ঘ সময় ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি, প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি নিজেকে জড়িয়েছি। আপনাদের ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে আমি এই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করে আসছিলাম।
আপনাদের চোখে যে প্রত্যাশার আলো আমি দেখেছি, তা আমার আগামীর পথচলার পাথেয়। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোট শরিক এনসিপির প্রার্থী আরিফুল ইসলামকে ছেড়ে দেয়া হয়েছে।
সংগঠনের একজন অনুগত কর্মী হিসেবে এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন জানিয়ে আশরাফুল আরও উল্লেখ করেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা আমার কাছে বড়। বিজয় অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, ঠিক একইভাবে জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে ঝাঁপিয়ে পড়ুন।






















