ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্জুর জাতীয় পার্টির ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

এবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ভাঙনের মুখে পড়েছে। কমিটি গঠনের এক মাস না যেতেই দলটির গুরুত্বপূর্ণ পদধারী নেতাসহ ৬ শতাধিক নেতাকর্মী জেপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় ভান্ডারিয়া উপজেলার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জেপি ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার এবং সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে যোগদানকারীরা বিএনপির নীতি ও আদর্শের প্রতি আস্থা প্রকাশ করেন এবং দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু এবং পিরোজপুর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের বিএনপিতে যোগদান সেই আস্থারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ভান্ডারিয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।

জনপ্রিয় সংবাদ

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ!

মঞ্জুর জাতীয় পার্টির ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ১২:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

এবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ভাঙনের মুখে পড়েছে। কমিটি গঠনের এক মাস না যেতেই দলটির গুরুত্বপূর্ণ পদধারী নেতাসহ ৬ শতাধিক নেতাকর্মী জেপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় ভান্ডারিয়া উপজেলার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জেপি ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার এবং সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে যোগদানকারীরা বিএনপির নীতি ও আদর্শের প্রতি আস্থা প্রকাশ করেন এবং দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু এবং পিরোজপুর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের বিএনপিতে যোগদান সেই আস্থারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ভান্ডারিয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।