এবার জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দৃঢ় ঘোষণা দিয়েছে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত প্রকাশ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশনে এখন পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে একেকজন প্রার্থী শতাধিক লোক ও আইনজীবী নিয়ে হাজির হচ্ছে। কিছু প্রার্থী আইনজীবীদের প্রশিক্ষণও দিচ্ছেন। এভাবে তারা চেষ্টা করছেন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে।”
তিনি আরও সতর্ক করেন, “যারা পূর্বে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে, তারা এখন দ্বৈত নাগরিক হয়ে আবার নির্বাচনে অংশ নিতে চাইছে। আমরা কোনোভাবেই এই ধরনের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেব না। যদি কোনও দ্বৈত নাগরিক বা ঋণখেলাপি নির্বাচনে সুযোগ পায়, তাহলে শুধু আইনি লড়াই নয়, রাজপথেও আমরা আমাদের প্রতিবাদ জানাব।”
আসিফ মাহমুদ আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনকে কখনও দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না। দেশের ভোটারদের অধিকার রক্ষা আমাদের দায়িত্ব।” সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাও উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সংগত করার গুরুত্ব তুলে ধরেন।






















