ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি: নাসীরুদ্দীন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো শোকজ দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে ঢাকা-৮ আসনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, ওনার কাছে আমি একটা প্রশ্ন তুলেছিলাম—আপনি জানেন যে ঢাকা-১৭ আসনে তিন মাস আগে কড়াইল বস্তিতে আগুন লেগেছিল। তারেক রহমান গতকাল সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দেবেন। এটা নির্বাচনি যে আইন রয়েছে এবং নির্বাচনের যে বিধান রয়েছে, সেটার সরাসরি লঙ্ঘন।’ তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছে। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে অর্থাৎ, তারেক রহমানের বেলায় এক নীতি; অন্য প্রার্থীদের বেলায় আরেক নীতি।’

তারেক রহমানের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা অনুরোধ করব, বাংলাদেশে তারেক রহমান এসেছেন, উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। প্লিজ, আপনি এমন কাজ করবেন না; যার দ্বারা বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের আপনি বাধা হয়ে দাঁড়াবেন বা আপনি এমন কাজ কইরেন না; যেটাতে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য; আমি যখন একটা ব্যানার লাগিয়েছি, তারা আমাকে শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না এবং সেই ব্যানারটা সিটি করপোরেশনের লোক, বিএনপির লোক ও ম্যাজিস্ট্রেট একসঙ্গে গিয়ে সেটা তুলেছে। আমাদের প্রশ্ন—প্রশাসন এবং বিএনপি একসঙ্গে কি এখানে কাজ করবে? যদি করে থাকে, তাহলে ঢাকা-৮-এ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার বিধানটা করবে কে?’

ইসি বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘দলীয় প্রধান তারেক রহমান উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলেন এবং উনারা যেসব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলেন এবং মানুষের এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায়-মহল্লায় ঘটতেছে।’

তিনি বলেন, ‘আপনি কল্পনা করতে পারবেন না, গত এক সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে, ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি ধানের শীষে ভোট চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি নির্বাচন কমিশন আগের রকিব এবং হুদা যে কমিশন ছিল ওই দিকে যাচ্ছে।’ গণমাধ্যম পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এসব অনিয়ম অনেকগুলো মিডিয়া কিন্তু প্রচার করবে না, এটা আমরা জানি— কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল করে নিয়েছে।’

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অবস্থানের পর নড়েচড়ে বসছে আইসিসি, বৈঠকে বাংলাদেশ ইস্যু

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি: নাসীরুদ্দীন

আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো শোকজ দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে ঢাকা-৮ আসনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, ওনার কাছে আমি একটা প্রশ্ন তুলেছিলাম—আপনি জানেন যে ঢাকা-১৭ আসনে তিন মাস আগে কড়াইল বস্তিতে আগুন লেগেছিল। তারেক রহমান গতকাল সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দেবেন। এটা নির্বাচনি যে আইন রয়েছে এবং নির্বাচনের যে বিধান রয়েছে, সেটার সরাসরি লঙ্ঘন।’ তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছে। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে অর্থাৎ, তারেক রহমানের বেলায় এক নীতি; অন্য প্রার্থীদের বেলায় আরেক নীতি।’

তারেক রহমানের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা অনুরোধ করব, বাংলাদেশে তারেক রহমান এসেছেন, উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। প্লিজ, আপনি এমন কাজ করবেন না; যার দ্বারা বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের আপনি বাধা হয়ে দাঁড়াবেন বা আপনি এমন কাজ কইরেন না; যেটাতে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য; আমি যখন একটা ব্যানার লাগিয়েছি, তারা আমাকে শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না এবং সেই ব্যানারটা সিটি করপোরেশনের লোক, বিএনপির লোক ও ম্যাজিস্ট্রেট একসঙ্গে গিয়ে সেটা তুলেছে। আমাদের প্রশ্ন—প্রশাসন এবং বিএনপি একসঙ্গে কি এখানে কাজ করবে? যদি করে থাকে, তাহলে ঢাকা-৮-এ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার বিধানটা করবে কে?’

ইসি বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘দলীয় প্রধান তারেক রহমান উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলেন এবং উনারা যেসব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলেন এবং মানুষের এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায়-মহল্লায় ঘটতেছে।’

তিনি বলেন, ‘আপনি কল্পনা করতে পারবেন না, গত এক সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে, ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি ধানের শীষে ভোট চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি নির্বাচন কমিশন আগের রকিব এবং হুদা যে কমিশন ছিল ওই দিকে যাচ্ছে।’ গণমাধ্যম পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এসব অনিয়ম অনেকগুলো মিডিয়া কিন্তু প্রচার করবে না, এটা আমরা জানি— কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল করে নিয়েছে।’