বিড়িকাণ্ডের মিসলিডিং প্রচারে জামায়াতের ভোটার বেড়েছে ২ কোটি: ড. ফয়জুল হক
ঝালকাঠি-১ আসনের জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক দাবি করেছেন, সাম্প্রতিক ‘বিড়িকাণ্ড’কে ঘিরে তার বক্তব্য মিসলিডিংভাবে প্রচার করা হলেও এতে উল্টো জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই অপপ্রচারের ফলে জামায়াতের প্রায় দুই কোটি ভোটার বৃদ্ধি পেয়েছে এবং প্রায় দুই কোটি টাকার সমপরিমাণ প্রচারণা হয়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির রাজাপুরে নিজ কার্যালয়ে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক। এ সময় তিনি অভিযোগ করেন, একটি উঠান বৈঠকে বিড়ি নিয়ে দেওয়া তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ড. ফয়জুল হক বলেন,
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার হিসেবে ছড়ানো হলেও বাস্তবে তা আমাদের পক্ষেই গেছে। ঝালকাঠি-১ আসনে এতে জামায়াতের ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি আরও দাবি করেন, বিড়ি খাওয়ার সংস্কৃতি থেকে আল্লাহর ইচ্ছায় মানুষ ভালো পথে ফিরতে পারে এমন বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ভাইরাল ভিডিওটির শেষ অংশে তাকে বলতে শোনা যায়, এটা আমাদের জন্য ভাগ্যের বিষয়। এতে আমাদের প্রায় দুই কোটি টাকার মার্কেটিং হয়ে গেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে সময় সংবাদকে ড. ফয়জুল হক বলেন, “যে বক্তব্যে দেশ ও জাতির ক্ষতি হয়, সে ধরনের বক্তব্য দিয়ে ভাইরাল হওয়ার পক্ষে আমি নই। আমি মনে করি, যে আলোচনায় থাকে, তাকেই ঘিরেই আলোচনা হয়।”
ঝালকাঠি-১ আসনকে একটি হটলিস্টেড আসন উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষের কিছু ক্ষতিকারক লোক তার বক্তব্য মিসলিডিং করে নাটক বা সিনেমার মতো উপস্থাপন করার চেষ্টা করতে পারে। তবে সার্বিক ভোটের হিসাব বিবেচনায় এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক।



















