ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ববি হাজ্জাজ ঢাকা-১৩ নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে জনাব ববি হাজ্জাজ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি অভিযোগ করে বলেন, কারাবন্দি অবস্থায় ভুল চিকিৎসা ও ভুল ওষুধ প্রদানের মাধ্যমে ধীরে ধীরে তাকে বিষপ্রয়োগের শিকার করা হয়েছে, যা ছিল অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন প্রতীক। তার সঙ্গে যা করা হয়েছে, তা ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে।
এ সময় তিনি ঢাকা-১৩ এলাকার বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, অপরাধ ও কিশোর গ্যাং এই এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে ঢাকা-১৩ থেকে সকল প্রকার অপরাধ নির্মূল এবং কিশোর গ্যাং দমনে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
বক্তব্যের শেষে জনাব ববি হাজ্জাজ মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর প্রতি ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



















