পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর এক কৃষক ‘কালো মানিক’ নামের একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড় উপহার দিতে চাইলেও তা গ্রহণ করেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ এবং বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ জুন) রাতে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে কৃষক সোহাগ মৃধা সকালে রওনা দিয়ে রাত ১০টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে পৌঁছান ‘কালো মানিক’ নিয়ে। সেখানেই তাকে জানানো হয়, উপহারটি গ্রহণ করা হবে না।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে (খালেদা জিয়া) বিষয়টি জানানো হয়েছে। তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন। এটি তার (সোহাগ) কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি ম্যাডাম তার কাছে ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”
জানা গেছে, কৃষক সোহাগ মৃধা একজন বিএনপির কর্মী। তিনি গত ছয় বছর ধরে ‘কালো মানিক’ নামের ষাঁড়টি নিজের সন্তানের মতো করে লালন-পালন করে আসছিলেন। কুচকুচে কালো রঙের জন্য পরিবারের সদস্যরা আদর করে ষাঁড়টির নাম রেখেছেন ‘কালো মানিক’।
																			
										
























