ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজে উদ্ধার এমপি আনোয়ারুল আনারের সন্দেহভাজন ল্যান্ড ক্রুজার!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোন থেকে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ। কালো রঙের এই গাড়ির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। গাড়ি থেকে পাওয়া গেছে সংসদ সদস্য (এমপি) এবং সিআইপি স্টিকার, সঙ্গে রয়েছে গাড়ির মূল কাগজপত্রও।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সদ্য নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত গাড়ি।

রাত ১২টায় পুলিশ অভিযান স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
গাড়িটি উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত আটতলা বিশিষ্ট ‘সাফিনা টাওয়ার’-এর গ্যারেজ থেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, “গাড়ি থেকে এমপি ও সিআইপি স্টিকারসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আনোয়ারুল আজীম আনারের গাড়ি।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতের কলকাতায় নিখোঁজ হওয়ার পর নিহত হন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আনার। তার মৃত্যু ঘিরে দেশে ও বিদেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।
এই গাড়ি উদ্ধারের ঘটনা তার মৃত্যু রহস্যে নতুন মোড় যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যাবর্তনে রেকর্ড সমাগম করবে বিএনপি

কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজে উদ্ধার এমপি আনোয়ারুল আনারের সন্দেহভাজন ল্যান্ড ক্রুজার!

আপডেট সময় ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোন থেকে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ। কালো রঙের এই গাড়ির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। গাড়ি থেকে পাওয়া গেছে সংসদ সদস্য (এমপি) এবং সিআইপি স্টিকার, সঙ্গে রয়েছে গাড়ির মূল কাগজপত্রও।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সদ্য নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত গাড়ি।

রাত ১২টায় পুলিশ অভিযান স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
গাড়িটি উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত আটতলা বিশিষ্ট ‘সাফিনা টাওয়ার’-এর গ্যারেজ থেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, “গাড়ি থেকে এমপি ও সিআইপি স্টিকারসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আনোয়ারুল আজীম আনারের গাড়ি।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতের কলকাতায় নিখোঁজ হওয়ার পর নিহত হন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আনার। তার মৃত্যু ঘিরে দেশে ও বিদেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।
এই গাড়ি উদ্ধারের ঘটনা তার মৃত্যু রহস্যে নতুন মোড় যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।