ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের সূচি চূড়ান্ত হয়নি: প্রেস সচিব”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের এখনো কোনো নির্দিষ্ট সূচি ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (১১ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ভবনে বিকেল সোয়া চারটায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “কিয়ার স্টারমার সম্ভবত কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ সংসদ সদস্য আমাদের জানালেন যে তিনি (স্টারমার) বর্তমানে কানাডায় অবস্থান করছেন।”

তিনি আরও বলেন, “যদি সময় ও সূচি মিলে যায়, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হতে পারে।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি ডরচেস্টার হোটেলে ওঠেন।

উল্লেখ্য, এই সফরে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের সূচি চূড়ান্ত হয়নি: প্রেস সচিব”

আপডেট সময় ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের এখনো কোনো নির্দিষ্ট সূচি ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (১১ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ভবনে বিকেল সোয়া চারটায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “কিয়ার স্টারমার সম্ভবত কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ সংসদ সদস্য আমাদের জানালেন যে তিনি (স্টারমার) বর্তমানে কানাডায় অবস্থান করছেন।”

তিনি আরও বলেন, “যদি সময় ও সূচি মিলে যায়, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হতে পারে।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি ডরচেস্টার হোটেলে ওঠেন।

উল্লেখ্য, এই সফরে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।