ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আশা করব ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন: ফজলুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আশা প্রকাশ করেছেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান আসতে পারে। কিশোরগঞ্জের ইটনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, ইউনূস সাহেব যেন সৎভাবে কথা বলেন এবং তারেক রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশকে রক্ষা করা যায়।

তিনি বলেন, দেশে জনগণ শুধু ভোট দিতে চায়, কিন্তু গত তিনটি জাতীয় নির্বাচনে তারা সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোটাধিকার হরণ এবং ২০২৪ সালের ‘ডামি নির্বাচন’-এর সমালোচনা করে তিনি বলেন, আর আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই সমাধান চান তারা।

ফজলুর রহমান নিজেকে রাজাকারবিরোধী হিসেবে উল্লেখ করে বলেন, এই অবস্থানের জন্য যদি কেউ তাঁকে ভোট না দেন, তবুও তিনি আপস করবেন না। তিনি জানান, তাঁর রাজনীতি জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। তাঁরা সবাই বর্তমান সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রহীনতা ও জনগণের ভোটাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে আলোচনায় আগ্রহী ট্রাম্প, ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে নেতানিয়াহুর কঠোর বার্তা

আশা করব ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন: ফজলুর

আপডেট সময় ০৯:০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আশা প্রকাশ করেছেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান আসতে পারে। কিশোরগঞ্জের ইটনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, ইউনূস সাহেব যেন সৎভাবে কথা বলেন এবং তারেক রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশকে রক্ষা করা যায়।

তিনি বলেন, দেশে জনগণ শুধু ভোট দিতে চায়, কিন্তু গত তিনটি জাতীয় নির্বাচনে তারা সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোটাধিকার হরণ এবং ২০২৪ সালের ‘ডামি নির্বাচন’-এর সমালোচনা করে তিনি বলেন, আর আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই সমাধান চান তারা।

ফজলুর রহমান নিজেকে রাজাকারবিরোধী হিসেবে উল্লেখ করে বলেন, এই অবস্থানের জন্য যদি কেউ তাঁকে ভোট না দেন, তবুও তিনি আপস করবেন না। তিনি জানান, তাঁর রাজনীতি জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। তাঁরা সবাই বর্তমান সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রহীনতা ও জনগণের ভোটাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।