ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বা প্রশাসনিক বাধা নেই। তিনি ইচ্ছা করলেই যেকোনো সময় দেশে ফিরতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে তিনি দেশে আসতে সম্পূর্ণ স্বাধীন। সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরায় কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বাধা নেই।”

তিনি আরও জানান, “বর্তমান সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক রাজনৈতিক পরিবেশ চায়। রাজনৈতিক নেতা-কর্মীরা দেশে ফিরে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন, এটাই প্রত্যাশিত।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য এমন সময় এলো যখন দেশে দ্রুত নির্বাচন আয়োজন ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা হলে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

উল্লেখ্য, একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে বলা হয়ে থাকে, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলার কারণে তিনি স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।

তবে সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, তার দেশে ফেরায় বাধা নেই—শুধু ফিরে এলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে আলোচনায় আগ্রহী ট্রাম্প, ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে নেতানিয়াহুর কঠোর বার্তা

তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী”

আপডেট সময় ১২:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বা প্রশাসনিক বাধা নেই। তিনি ইচ্ছা করলেই যেকোনো সময় দেশে ফিরতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে তিনি দেশে আসতে সম্পূর্ণ স্বাধীন। সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরায় কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বাধা নেই।”

তিনি আরও জানান, “বর্তমান সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক রাজনৈতিক পরিবেশ চায়। রাজনৈতিক নেতা-কর্মীরা দেশে ফিরে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন, এটাই প্রত্যাশিত।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য এমন সময় এলো যখন দেশে দ্রুত নির্বাচন আয়োজন ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা হলে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

উল্লেখ্য, একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে বলা হয়ে থাকে, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলার কারণে তিনি স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।

তবে সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, তার দেশে ফেরায় বাধা নেই—শুধু ফিরে এলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।