ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতা আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির সময় বিএনপি ও তার অঙ্গসংগঠন শ্রমিক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার আহম্মেদ।

আটককৃতরা হলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) এবং পৌর শ্রমিকদলের ধর্মবিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তারা নেত্রকোনার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। বিএনপি ও শ্রমিক দলের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ চাঁদাবাজি চলছিল বলে অভিযোগ। এই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ ও ছবি স্থানীয় কয়েকজন সেনাবাহিনীর কাছে পাঠান, যা যাচাই করে রাতেই সেনা সদস্যরা অভিযান চালান।

অভিযানে দুইজনকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। পরে তাদের কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।

মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ বলেন,

“বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলছিল এমন তথ্য ও ভিডিও আমাদের হাতে আসে। অভিযানে গিয়ে দুইজনকে হাতেনাতে ধরা হয়। তারা আরও কিছু সহযোগীর নাম জানিয়েছে, যা পুলিশকে জানানো হয়েছে।”

এদিকে, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,

“আটক দুজনসহ মোট ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিচয়ের আড়ালে এই চাঁদাবাজ চক্রটি সক্রিয় ছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে আলোচনায় আগ্রহী ট্রাম্প, ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে নেতানিয়াহুর কঠোর বার্তা

বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতা আটক

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির সময় বিএনপি ও তার অঙ্গসংগঠন শ্রমিক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার আহম্মেদ।

আটককৃতরা হলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) এবং পৌর শ্রমিকদলের ধর্মবিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তারা নেত্রকোনার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। বিএনপি ও শ্রমিক দলের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ চাঁদাবাজি চলছিল বলে অভিযোগ। এই সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ ও ছবি স্থানীয় কয়েকজন সেনাবাহিনীর কাছে পাঠান, যা যাচাই করে রাতেই সেনা সদস্যরা অভিযান চালান।

অভিযানে দুইজনকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। পরে তাদের কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।

মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ বলেন,

“বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলছিল এমন তথ্য ও ভিডিও আমাদের হাতে আসে। অভিযানে গিয়ে দুইজনকে হাতেনাতে ধরা হয়। তারা আরও কিছু সহযোগীর নাম জানিয়েছে, যা পুলিশকে জানানো হয়েছে।”

এদিকে, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,

“আটক দুজনসহ মোট ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিচয়ের আড়ালে এই চাঁদাবাজ চক্রটি সক্রিয় ছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।