ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক, পরে বিয়ে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্থানীয়দের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।

আটক ব্যক্তি মেহেদী হাসান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয় এবং এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীটি বরিশালের একটি ওষুধ কারখানায় কর্মরত। প্রেমের সূত্র ধরে মেহেদী প্রায়ই বরিশালে আসতেন তার সঙ্গে দেখা করতে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, আটকের পরদিন বুধবার (১১ জুন) দুপুরে উভয় পক্ষ—ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। তখন বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন।

এসআই হুমায়ুন বলেন, “পরিবার ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ বিয়েতে সম্মত হয়।”

এরপর বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর মেহেদী হাসানকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে আলোচনায় আগ্রহী ট্রাম্প, ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে নেতানিয়াহুর কঠোর বার্তা

বরিশালে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক, পরে বিয়ে

আপডেট সময় ১০:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

বরিশাল নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্থানীয়দের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।

আটক ব্যক্তি মেহেদী হাসান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয় এবং এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীটি বরিশালের একটি ওষুধ কারখানায় কর্মরত। প্রেমের সূত্র ধরে মেহেদী প্রায়ই বরিশালে আসতেন তার সঙ্গে দেখা করতে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, আটকের পরদিন বুধবার (১১ জুন) দুপুরে উভয় পক্ষ—ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। তখন বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন।

এসআই হুমায়ুন বলেন, “পরিবার ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ বিয়েতে সম্মত হয়।”

এরপর বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর মেহেদী হাসানকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।