ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

“নির্বাচনের ঘোষিত সময় নিয়ে জামায়াতের আপত্তি নেই”— জানালেন এটিএম আজহারুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপত্তি নেই জামায়াতে ইসলামীর। দলটির নির্বাহী পরিষদের সদস্য ও মানবতাবিরোধী অপরাধ থেকে সদ্য খালাসপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের কথা আমরাই বলেছিলাম। এটি একটি যৌক্তিক সময়সীমা। সরকার ঘোষিত সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।”

তিনি আরও বলেন, “বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সেজন্যই সব দল ঐক্যমতে পৌঁছেছে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে আগের মতো সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে আলোচনায় আগ্রহী ট্রাম্প, ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে নেতানিয়াহুর কঠোর বার্তা

“নির্বাচনের ঘোষিত সময় নিয়ে জামায়াতের আপত্তি নেই”— জানালেন এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপত্তি নেই জামায়াতে ইসলামীর। দলটির নির্বাহী পরিষদের সদস্য ও মানবতাবিরোধী অপরাধ থেকে সদ্য খালাসপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের কথা আমরাই বলেছিলাম। এটি একটি যৌক্তিক সময়সীমা। সরকার ঘোষিত সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।”

তিনি আরও বলেন, “বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সেজন্যই সব দল ঐক্যমতে পৌঁছেছে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে আগের মতো সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।