ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে এবং মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছে।
শুক্রবার (১৩ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অবৈধ রাষ্ট্র ইসরায়েল আবারও তার সন্ত্রাসী চেহারা উন্মোচন করেছে। এই আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।” তারা বলেন, ইসরায়েলের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে এখনই জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে এবং যথাযথ জবাব দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, “এই হামলা কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মুসলিম বিশ্বের বিরুদ্ধে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। তাই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
খেলাফত মজলিসের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা জোরদার করারও আহ্বান জানানো হয়